Search
Close this search box.

ধর্মপাশা হাওর ডুবে কৃষকের সর্বনাশ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:- সুনামগঞ্জের ধর্মপাশার চন্দ্র সোনার তাল হাওরে বাঁধ ভেঙে কয়েক হাজার কৃষকের স্বপ্ন ডুবে গেছে।

মঙ্গলবার বিকাল সাড়ে ৫ টায় এই বাঁধটি ভেঙে হাওরে পানি ঢুকা শুরু হয়। কিছুক্ষণের মধ্যে প্রবলবেগে পানি ঢুকে তলিয়ে যায় হাওর।সুনামগঞ্জের ধর্মপাশার চন্দ্র সোনার তাল ও শাল্লার পুটিয়ার হাওরে বাঁধ ভেঙে কয়েক হাজার কৃষকের স্বপ্ন ডুবে গেছে। মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটায় এ দুই বাঁধ ভেঙে হাওরে পানি ঢোকা শুরু হয়।

কিছুক্ষণের মধ্যে প্রবল বেগে পানি ঢুকে তলিয়ে যায় হাওর।বাঁধ ভেঙে যাবার পর সন্ধ্যায় সিলেটের বিভাগীয় কমিশনার ও সুনামগঞ্জের জেলা প্রশাসক ঘটনাস্থলের পাশপাশি রাজাপুর বাজারে গেলে ক্ষতিগ্রস্ত ক্ষুব্ধ কৃষকরা বাঁধের কাজে অনিয়ম হওয়ায় তাদের সর্বনাশ হয়েছে বলে দাবি করেন।গত সোমবার রাত থেকে এ হাওরের ডুবাইল অংশের বরুণ কাইচ্ছা বাঁধে ধ্বস শুরু হয় এবং বাঁধের নিচ দিয়ে পানি ঢুকতে থাকে। বাঁধ ভেঙে যাবার পর সন্ধ্যায় সিলেটের বিভাগীয় কমিশনার ও সুনামগঞ্জের জেলা প্রশাসক ঘটনাস্থল পরিদর্শন শেষে রাজাপুর বাজারে গেলে ক্ষতিগ্রস্ত ক্ষুব্ধ কৃষকরা বাঁধের কাজে অনিয়ম হওয়ায় তাদের সর্বনাশ হয়েছে বলে দাবি করেন।স্থানীয় কৃষকরা প্রাণপণ চেষ্টা করে বিকাল সাড়ে পাঁচটা পর্যন্ত বাঁধ আটকে রাখেন।

এদিকে ফসল তলিয়ে যাওয়া বাঁধের সামনে কান্নায় ভেঙে পড়েন অনেকে। একমাত্র ফসল হারিয়ে জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন বলেন, ডুবাইল হাওরে কৃষকরা ২০০ হেক্টর জমিতে ধান চাষ করা করেছিলেন। এর মধ্যে মঙ্গলবার ১৫ হেক্টর জমির ধান কর্তন করা হয়েছে। এখন ১৮৫ হেক্টর জমির ধান তলিয়ে গেছে।’ তিনি আরও বলেন, ডুবাইল হাওরের পার্শ্ববর্তী হাওরের নাম চন্দ্রসোনার থাল হাওর। সেই হাওরে ২ হাজার ৯০০ হেক্টর জমিতে ধান চাষ করা হয়েছে। সেই ধান পাকতে আরো সময় লাগবে। পাশের এলজিইডির সাবমার্সিবল সড়কটি মাটি দিয়ে উঁচু করা হবে এবং কার্লভার্টের নিচে মাটি দিয়ে আটকিয়ে দেয়া হবে। যাতে আমরা জমির ধান রক্ষা করতে পারি।’সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন বলেন, ‘পিআইসি গঠনে এবং বাঁধ নির্মাণ কাজে যদি কোন অনিয়ম থাকে, তাহলে আমি তদন্ত কমিটি গঠনকরবো। তদন্ত কমিটির প্রতিবেদনে যারা যারা এতে দোষি সাব্যস্ত হবেন এবং যারা কর্তব্য অবহেলায় অভিযুক্ত হবেন তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেব।’এক ফসলি বোরো ধানের উপর নির্ভর সুনামগঞ্জের মানুষ।

তাই সরকার প্রতিবছর প্রকল্প বাস্তবায়ন কমিটির মাধ্যমে ফসল রক্ষা বাঁধ নির্মাণ করে। আর এই বাঁধ নির্মাণে অনিয়মের সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা হবে এমনটি প্রত্যাশা সবার।