Search
Close this search box.

দৌলতপুরে জাল খারিজে সরকারী কর নেওয়ার অভিযোগ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:- কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা ভূমি অফিসের সরকারী কাগজপত্র জাল করে ডিসিআর সহ সরকারী খাজনা দেওয়ার রশীদ জাল করার মাধ্যমে খারিজ পরচা প্রদানের অভিযোগ উঠেছে দলিল লেখক হযরত আলীর বিরুদ্ধে।

অভিযোগ সূত্রে জানাযায়, উপজেলার মথুরাপুর ইউনিয়নের শরিফুল ইসলাম তার নিজ নামীয় জমাজমি নামপত্তন ও খারিজের জন্য একই গ্রামের দলিল লেখক হযরত আলী যাহার সনদ নম্বর-২০৫ এর নিকট ৩৫’ত্রিশ হাজার টাকা চুক্তিতে নাম খারিজের জন্য কাগজ পত্র প্রদান করে।

কিন্তু হযরত আলী দীর্ঘ দুই বছর পর ৮৪২/ওঢ-ও/২০২০-২১ নং খারিজ কেসের পরচার ফটোকপিসহ উক্ত খারিজ কেসের বুনিয়াদে ৫৬১৩ নং হোল্ডিং এ সরকারী কর প্রদানের দাখিলা ও ডি,সি,আর এর ফটোকপি দেন। অনেক বার পরচার মূল কপি চাইলে মুল কপি প্রদানে ব্যার্থ হন দেয়নি হযরত।

অভিযোগে আরোও উল্লেখ্য করেন, মুল কপি না দেওয়ায় সন্দেহের সৃষ্টি হলে ভূক্তভোগী প্রথমে মথুরাপুর ইউনিয়ন ভূমি অফিস এবং পরে উপজেলা ভূমি অফিসে খোঁজ নিয়ে জানতে পারে। হযরত মহুরীর দেওয়া পরচার সাথে অফিসের রক্ষিত পরচার কোন মিল নাই।এব্যাপারে ভূক্তভোগী শরিফুল ইসলাম এর সাথে কথা বললে তিনি বলেন, হযরত মহুরী আমাকে জাল পরচা দিয়েছে সেই সাথে সরকারী কর আদায়ের রশীদ ও ডিসিআর কিভাবে দিলো সেটা আমার বোধগম্য হয়না। জাল খারিজের বুনিয়াদে কিভাবে ইউনিয়ন ভুমি কর্মকর্তা আক্তারুজ্জামান বাবলু খাজনার রশীদ দিলেন জিজ্ঞেস করলে তিনি বিষয়টি নজরে আনেন নি বলে আমাকে জানান। তিনি আরোও বলেন, আমার সাথে এমন প্রতারনার সঠিক বিচার চেয়ে উপজেলা ভূমি অফিসে একটি লিখিত অভিযোগ করেছি। তবে বিচারক যেন বিচারবর্হিভূত কাজ না করে সেই আশা করি বলে জানান তিনি।

মথুরাপুর ইউনিয়ন (ভূমি) কর্মকর্তা আক্তারুজ্জমান বাবুল’র সাথে কথা বললে তিনি জানান, নথিপত্র খুঁজে দেখতে পায় যেখারিজ কেসটি নিয়ে অভিযোগ উঠেছে সেই খারিজ কেসের পরচায় ৬টি দাগ উল্লেখ্য আছে কিন্তু সরকারী খাজনা দেওয়ার সময় খারিজ পরচায় ডাবলিং করে ১৭টি দাগ বসিয়ে খাজনার রশীদ কেটে নিয়েছে দলিল লেখক হযরত আলী। বিশ্বাস করে নাদেখে খাজনার রশীদ দেওয়াতে আজ এই অবস্থার সৃষ্টি হয়েছে বলেও স্বীকার করেন ইউনিয়ন ভূমি কর্মকর্তা। বিষয়টি নিয়ে নিউজ না করার অনুরোধ করতেও পিছপা হননি এই ইউনিয়ন কর্মকর্তা।

এব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) আফরোজ শাহীন খশরু বলেন, জাল-জালিয়াতির মাধ্যমে খারিজ পরচা প্রদানের একটি অভিযোগ পেয়েছি। সরকারী কাগজপত্র জাল করার বিষয়টি তদন্ত করে অপরাধের সত্যতা পেলে জড়িতদের কঠিন শাস্তি দেওয়া হবে বলে জানান তিনি।