গাজীপুর জেলা প্রতিনিধি:- গাজীপুর সদর উপজেলায় বাকপ্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত আসাদুজ্জামান (৫৮) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৪ই মে) বিকালে রানীপুর মধ্যপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আসাদুজ্জামান ওই গ্রামের মৃত কেরামত আলী ছেলে।
মামলা সূত্রে জনা গেছে, শুক্রবার সকালে বাড়ির কাউকে কিছু না বলে বাসা থেকে বের হয়ে যায় ওই প্রতিবন্ধী কিশোরী। এ সময় আসাদুজ্জামান পরিত্যক্ত জমিতে তাকে একা পেয়ে পাশের বাঁশঝাড়ে নিয়ে ধর্ষণ করে।
পরে কিশোরীর চিৎকার শুনে পথচারীরা তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় বাকপ্রতিবন্ধী ওই কিশোরীর বড়ভাই বাদী হয়ে জয়দেবপুর থানায় একটি মামলা করেন।
জয়দেবপুর থানার ওসি মাহাতাব উদ্দিন জানান, বাকপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের ঘটনায় আসাদুজ্জামান নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে রবিবার দুপুরে গাজীপুর আদালতে পাঠান হয়েছে।,





