Search
Close this search box.

ইউটিউব দেখে বোমা তৈরির চেষ্টা, বিস্ফোরণে আহত তিন শিশু

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

ওমর আলী সিলেট বিভাগীয় সংবাদদাতা:- দেখে খেলার ছলে বোমা তৈরির চেষ্টা করছিলেন চার শিশু। কিন্তু বোমা তৈরির চেষ্টা করতে গিয়ে বিস্ফোরণ ঘটে।

বিস্ফোরণে আহত হয় তিন শিশু। আহত তিন শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে সোমবার (২৩ মে) বিকালে সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের কালভার্টের উপর এ ঘটনা ঘটে।জানা যায়, এক শিশুর বাবার মোবাইল থেকে ইউটিউব দেখে কৌতূহল জাগে বোমা তৈরির।

চুন, চুলসহ অন্যান্য জিনিস বোতলে ভরে বোমা তৈরির চেষ্টার এক পর্যায়ে এ বিস্ফোরণ ঘটে। এতে কাঞ্চনপুর গ্রামের আব্দুল আজিজের মেয়ে সাইদা বেগম (৯), সাইমা বেগম (৭) ও গৌছ আলীর মেয়ে নুহা ওরফে রূপা বেগম (৭)আহত হয়েছে। আহত তিন শিশুকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা চোখে বেশি আঘাত পেয়েছে। সাঈদা ও সাইমার অবস্থা গুরুতর। দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) দেবদুলাল ধর জানান, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।

পুলিশ ঘটনাস্থল পরির্দশন করে বোতলের কিছু অংশ এবং ইউটিউবের লিংকসহ অন্যান্য আলামত নিয়ে এসেছে। এ ব্যাপারে আরও তদন্ত করা হবে।