Search
Close this search box.

ছিলেন সাংবাদিক, তালেবান শাসনে এখন খাবার বিক্রি করছেন রাস্তায়

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

অনলাইন ডেস্ক// গত বছরের আগস্টে আফগানিস্তান দখল নেন তালেবান কর্তৃপক্ষ। এর পর থেকে দেশটিতে অর্থনৈতিক দৈন্যতা ও রাজনৈতিক অস্থিরতার শুরু হয়। যা এখনো চলমান।

দেশটিতে যে চরম অর্থনৈতিক দুর্দশা চলছে সম্প্রতি এক ঘটনায় তারই চিত্র ফুটে উঠলো।

আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের সরকারের সঙ্গে কাজ করা কবির হাকমল নামে এক ব্যক্তি সম্প্রতি টুইট করেন। তিনি টুইটের মাধ্যমে জানান, দেশের কত প্রতিভাবান পেশাদারকে দারিদ্র্যের মধ্যে ঠেলে দেওয়া হয়েছে।

হাকমল, মুসা মোহাম্মাদি নামের এক আফগান সাংবাদিকের ছবি শেয়ার করেন। ক্যাপশনে লেখেন, মুসা কয়েক বছর ধরে মিডিয়া লাইনে কাজ করতেন। কিন্তু আফগানিস্তানে চরম অর্থনৈতিক দুর্দশার কারণে বেঁচে থাকার জন্য মুসা এখন রাস্তায় খাবার বিক্রি করছেন।

তিনি আরও বলেন, ‘মুসা বিভিন্ন টিভি চ্যানেলে কয়েক বছর ধরে একজন অ্যাংকর ও রিপোর্টার হিসেবে কাজ করেছেন। এই মুহূর্তে তার পরিবারকে খাওয়ানোর জন্য কোনো আয় নেই।

তাই কিছু টাকা উপার্জনের জন্য স্ট্রিট ফুড বিক্রি করছেন। সরকারের পতনের পর আফগানরা নজিরবিহীন দারিদ্রে ভুগছেন।’ মুসা মোহাম্মাদির এই ঘটনা ইন্টার্নেটে ভাইরাল হয়েছে।

এই ঘটনা জাতীয় বেতার ও টেলিভিশনের মহাপরিচালক আহমাদুল্লাহ ওয়াসিকের দৃষ্টি গোচর হয়েছে। তিনি তার টুইটে জানান, তিনি মুসাকে তার বিভাগে নিয়োগ দেবেন।