Search
Close this search box.

রামপাল বিদ্যুৎ কেন্দ্রের চুরি হওয়া মালামাল উদ্ধার

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

খুলনা বিভাগীয় সংবাদদাতা:– রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে চুরি হওয়া ২৮৭টি বিশেষ ধরনের অ্যালুমিনিয়াম টিন সীট খুলনার বটিয়াঘাটা থেকে উদ্ধার করেছে র‍্যাব।

যার বাজার মূল্য প্রায় ১৬ লাখ টাকা।রবিবার (৩ জুলাই) এ মালামাল রামপাল থানায় হস্তান্তর করা হয়। এসব অ্যালুমিনিয়াম টিন সীট ভারত থেকে আমদানি করা হয়েছিল।

র‍্যাব-৬’র পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম জানান, রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রে ভারত থেকে আমদানীকৃত অ্যালুমিনিয়াম টিন সীট চুরির খবর পেয়ে বিভিন্ন স্থানে তৎপরতা চালায় র‍্যাব।

পরে খুলনা বটিয়াঘাটা কাজীবাছা নদী সংলগ্ন ফুলতলা গ্রাম থেকে ২৮৭টি অ্যালুমিনিয়াম টিন সীট উদ্ধার করা হয়।এর আগে, বিভিন্ন সময় রামপাল বিদ্যুৎ কেন্দ্র থেকে চুরি যাওয়া জিআই পাইপ, বৈদ্যুতিক তার, সকেট উদ্ধারসহ চুরির সাথে সম্পৃক্ত ব্যক্তিদের গ্রেপ্তার করে র‍্যাব।