Search
Close this search box.

চুয়াডাঙ্গায় ফাঁসি ফাঁসি খেলতে গিয়ে শিশুর মৃত্যু

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি// চুয়াডাঙ্গায় ফাঁসি ফাঁসি খেলতে গিয়ে সাইদুল ইসলাম ওরফে শামিউল (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার দুপুর ১২টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এর আগে সকাল ১০টার দিকে নিজেদের বাড়িতে অন্য শিশুদের সাথে ফাঁসি ফাঁসি খেলতে গিয়ে গলায় ফাঁস লাগে সাইদুলের। শিশু সাইদুল সদর উপজেলার মহাম্মদজমা গ্রামের খোরশেদ আলমের ছেলে।

সে সিন্দুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল।স্থানীয়দের বরাত দিয়ে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) আবু সাঈদ ডেইলি বাংলাদেশ টুডে ডটকম কে জানান, সকালের খাবার খেয়ে নিজেদের ঘরে অন্য শিশুদের সাথে ফাঁসি ফাঁসি খেলা করছিল সাইদুল। এ সময় অসাবধানতাবশত তার গলায় ফাঁস লাগে।

অন্য শিশুদের চিৎকারে প্রতিবেশিরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়।তিনি আরও জানান, শিশুর সুরোতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেয়া হচ্ছে।