Search
Close this search box.

চ্যাট না করায় কিশোরীকে গুলি, গ্রেপ্তার ২

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

বাপ্পি বিশ্বাস ভারত// ভারতের রাজধানী দিল্লিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে চ্যাট না করায় এক কিশোরীকে গুলি করার ঘটনা ঘটেছে।

এ ঘটনায় দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে।স্থানীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ১৬ বছর বয়সী ওই কিশোরীকে তিন জন মিলে গুলি করে। এদের মধ্যে ববি ও পাবন নামের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

তবে এই ঘটনার পরিকল্পনাকারী আরমান আলীকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এই যুবকের সঙ্গেই সামাজিক যোগাযোগ মাধ্যমে চ্যাট করা বন্ধ করে দিয়েছিল ওই তরুণী। একজন পুলিশ কর্মকর্তা জানান, গত ২ বছর ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই তরুণীর সঙ্গে যোগাযোগ ছিল আরমান আলীর।

ছয় মাস আগে মেয়েটি তার চ্যাটের উত্তর দেওয়া বন্ধ করার পরে তিনি হামলার পরিকল্পনা করেছিলেনগত বৃহস্পতিবার ( ২৫ আগস্ট) দক্ষিণ দিল্লির সঙ্গম বিহার এলাকায় ওই কিশোরীকে গুলি করা হয়। সে তখন স্কুল থেকে বাড়িতে ফিরছিল। ভুক্তভোগী ওই কিশোরী এখন শঙ্কামুক্ত রয়েছে। এই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা করা হয়েছে।