Search
Close this search box.

সোনাইমুড়িতে সংঘর্ষ: ৪০০ বিএনপি নেতাকর্মীর নামে মামলা

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

নোয়াখালী জেলা প্রতিনিধি// নোয়াখালীর সোনাইমুড়িতে শনিবার বিকেলে আওয়ামী লীগ, বিএনপির নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের সময় পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় বিএনপি জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনকে প্রধান আসামি করে মামলা হয়েছে।

জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম জানান, সোনাইমুড়ি থানার এসআই শাহ আলম বাদী হয়ে রোববার মামলাটি দায়ের করেন। মামলা এজাহারে মাহবুব উদ্দিন খোকন ছাড়াও বিএনপির ৯৪ নেতাকর্মী নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ৪০০ জনকে আসামি করা হয়েছে।

এ পর্যন্ত মামলার দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান এসপি।গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও ভোলায় ছাত্রদলের দুই নেতা হত্যাকাণ্ডের প্রতিবাদে গত শনিবার সোনাইমুড়ি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে উপজেলা বিএনপি।

বিকেলে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সভাস্থলে আসার পথে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ কর্মীদের সঙ্গে তাদের সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় পুলিশের ব্যবহৃত একটি গাড়িসহ কয়েকটি যানবাহন ভাঙচুর ও হাতবোমার বিস্ফেরণ ঘটানো হয়। সংঘর্ষে পুলিশসহ উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়।