Search
Close this search box.

জঙ্গি সম্পৃক্ততায় বাড়ি ছেড়ে যাওয়া ৭জন গ্রেপ্তার

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

মেহেদী হাসান বিশেষ প্রতিনিধি:- দেশের অন্যান্য অঞ্চল থেকে জঙ্গি সম্পৃক্ততায় বাড়ি ছেড়ে যাওয়া ৪ জনসহ মোট ৭ জনকে ঢাকার আশপাশের এলাকা থেকে গ্রেপ্তারের দাবি করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

বুধবার দিনগত রাত পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে র‍্যাব।র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বৃহস্পতিবার (০৬ অক্টোবর) ভোর রাত সাড়ে ৩ টার দিকে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।তিনি বলেন, জঙ্গি সম্পৃক্ততায় কুমিল্লাসহ দেশের অন্যান্য অঞ্চল থেকে বাড়ি ছেড়েছিল বেশ কয়েকজন।

এসব ঘটনায় র‌্যাব গোয়েন্দা নজরদারি বাড়িয়ে তাদের অবস্থান শনাক্ত করে। বুধবার দিনগত রাত পর্যন্ত অভিযান চালিয়ে ঢাকার আশপাশের এলাকা থেকে মোট ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১ টা ৪৫ মিনিটে রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।