আন্তর্জাতিক সংবাদ:- কোরিয়াকে ক্ষেপণাস্ত্র পরীক্ষার ব্যাপারে সাবধান করতে সমুদ্রে যৌথ মহড়া চালায় দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র।
তবে পাল্টা জবাব দিতে সময় নেয়নি উত্তর কোরিয়া। ফের জাপানের পূর্ব উপকূলের দিকে দুটি স্বল্প-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে পিয়ংইয়ং।
এ নিয়ে গত ১২ দিনের মাথায় ষষ্ঠ ক্ষেপণাস্ত্র চালিয়েছে উত্তর কোরিয়া।যুক্তরাষ্ট্রের রণতরী মোতায়েনের নিন্দা জানিয়ে বৃহস্পতিবার ফের দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। প্রথম ক্ষেপণাস্ত্রটি প্রায় ১০০ কিলোমিটার উচ্চতা এবং ৩৫০ কিলোমিটার রেঞ্জে উড়েছিল।
দ্বিতীয়টির আনুমানিক উচ্চতা ৫০ কিলোমিটার এবং ৮০০ কিলোমিটার জুড়ে ছিল। উৎক্ষেপণের বিষয়টি নিশ্চিত করেছে, দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অফ স্টাফ এবং জাপান সরকার।





