Search
Close this search box.

পৌরসভার গাছ চুরি, কাউন্সিলর গ্রেফতার

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:- ঠাকুরগাঁও পৌরসভার গাছ চুরির অভিযোগে ১নং ওয়ার্ড কাউন্সিলর জমিরুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। গাছটির মূল্য আনুমানিক ১ লাখ ২০ হাজার টাকা বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বুধবার (১২ অক্টোবর) সন্ধ্যায় জমিরুলকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। এই দিন সকালে ঠাকুরগাঁও পৌরসভার সহকারী প্রকৌশলী (সিভিল) নাজমুল হুদা বাদী হয়ে সদর থানায় করা মামলায় গ্রেফতার হন কাউন্সিলর জমিরুল।

এর আগে ৯ অক্টোবর রবিবার ঈদে মিলাদুন্নবীর দিনে প্রকাশ্যে দিবালোকে একটি বড় মেহগনী গাছ চুরি করে কেটে ফেলে দুর্বৃত্তরা। এ সময় বিষয়টি পৌরসভা কর্তৃপক্ষ জানার পর পৌর কর্মচারী নজরুল ইসলামকে ঘটনাস্থলে পাঠায়।

ওই দিনই পৌরসভায় জরুরি সভা করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির তদন্তে চুরির গাছটি কাউন্সিলর জমিরুল কেটেছেন বলে তথ্য প্রমাণ পাওয়ার পর বুধবার সদর থানায় মামলাটি দায়ের করা হয়।

এই বিষয়ে পৌর মেয়র আঞ্জুমানারা বন্যা জানান, কর্তন হওয়া গাছটি পৌরসভার জায়গায় ছিলো। দায়বদ্ধতা থেকে তদন্ত কমিটি গঠন করে মামলার প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। এখানে দোষী যেই হোক তার বিচার হবে।

এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, গাছ চুরির ঘটনা নিয়ে গত সোমবার জেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় তুমুলভাবে বিষয়টি নিয়ে আলোচনা করা হয়েছে। তদন্তে প্রাথমিকভাবে জমিরুলকে দোষী পাওয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে।