ওসামম চট্টগ্রাম বিভাগীয় সংবাদদাতা// কক্সবাজারের উখিয়ায় প্রস্তাবিত দেশের প্রথম উন্মুক্ত কারাগারের জন্য বন্দোবস্ত পাওয়া ১৬০ একর জমি দখলের মহোৎসব চলছে।
কারা অধিদপ্তরের নামে বরাদ্দ পাওয়া খাস খতিয়ানের এসব জমি অবৈধ দখল হস্তান্তর করে কোটি টাকা হাতিয়ে নিয়েছে বন বিভাগের স্থানীয় ভিলেজার (বনের উপকারভোগী) নামধারি চক্র। দখল চক্রকে অনৈতিকতায় বন বিভাগের অসাধু কতিপয় কর্মকর্তা সহযোগিতা দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। বরাদ্দ পাওয়া পুরো জমিতে মৎস্য ঘের, অবৈধ বসতি, পানের বরজ, মৌসুমী ফসল চাষ ও খেলার মাঠ করা হয়েছে। বিশাল এ এলাকায় বনজ হাতেগোনা কয়েকটি গাছ ছাড়া বাকি ঝোপঝাড় বৈ কিছুই নেই। এসব কারণেই, দখল ও বিক্রয় বলবৎ রাখতে নানা অপতত্পরতা শুরু করেছে অসাধু চক্রটি। উন্মুক্ত কারাগারের নির্ধারিত স্থান পরিদর্শনে গিয়ে এসব তথ্য উঠে এসেছে। সূত্র মতে, লঘু অপরাধে অভিযুক্তদের প্রশিক্ষণের মাধ্যমে সম্পদে তৈরি করতে দেশের প্রথম উম্মুক্ত কারাগার নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। উখিয়া উপজেলার পাগলির বিল মৌজার ১নম্বর খাস খতিয়ানভুক্ত বিএস ৮০৩ নম্বর দাগের ৩১০ একর জমি দেশের ক্ষুদে অপরাধীদের পুনর্বাসন কার্যক্রম বাস্তবায়নের স্বার্থে বন্দোবস্তের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় সুপারিশ প্রেরন করে। সরকারের সংশ্লিষ্ট বিভাগের নির্দেশনা মতে যাচাই-বাছাই প্রক্রিয়া সম্পন্নের পর কক্সবাজারের জেলা প্রশাসন কারা অধিদপ্তরের নামে সংশ্লিষ্ট জমির সমতল ১৬০ একর জমি ভূমি দলিল সম্পাদন করে কক্সবাজার জেলা কারাগারের সুপারকে হস্তান্তর করে। এরপর চলতি বছরের ২৭ মে উখিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও কারা কর্তৃপক্ষের পক্ষের উপস্থিতিতে সীমানা নির্ধারণ করে খুঁটি স্থাপন করা হয়।





