Search
Close this search box.

এবার ফাইনাল অনুমোদন পেল চীনের করোনার ভ্যাকসিন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

ডা. আসাদুজ্জামান:- এবার অনুমোদন পেল চীনের করণা ভ্যাকসিনকেভিড19 মহামারী করোনাভাইরাস ভ্যাকসিন প্রথম ও দ্বিতীয় ধাপে পরীক্ষার দারুণভাবে সফল হওয়ার পর এটিকে ফাইনাল অনুমোদন দিয়েছে চীনের স্বাস্থ্য সংস্থা 

দেশটির সেনাবাহিনী সংক্রমণ রোগ বিশেষজ্ঞ সে কোন দল এবং ফ্যাসিনো বায়োলজিক্যাল তৈরি করেছে এই ভ্যাকসিন টিকিট সোমবার এড৫-এন সি ওঅভি নামের ভ্যাকসিনটি নিবন্ধন করেছেন চীন। চীনের গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্ক সি জি টি এনতাদের নিজস্ব একাউন্টে টুইটারে একথা জানিয়েছে, ভিতরে আরও বলেন, চীনে প্রথম করোনাভাইরাস এর লে’টেস্ট অনুমোদন দিয়েছে পিএল  চীনা(সেনাবাহিনী) সংক্রমণ রোগ বিশেষজ্ঞ রোগ বিশেষজ্ঞ চেন ওয়ের দলের তৈরি ভ্যাকসিন  এর আগে দ্বিতীয় দফায় পরীক্ষা করে দেখা গেছে, ভ্যাকসিনটি নিরাপদ প্রতিরোধক্ষমতা জুগিয়ে চলার সক্ষম। আমেরিকা মেডিকেল এসোসিয়েশন জার্নালে প্রকাশিত ক্লিনিক্যাল ট্রায়াল তথ্যের বরাত দিয়ে নিউজ এজেন্সি জানিয়েছে করোনারি ভ্যাকসিনটি নিরাপদ ও প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে সক্ষম। প্রথম ধাপের ট্রায়ালে ১৮ থেকে ৬৯ বছর বয়সী ৩২০ জন স্বাস্থবান স্বেচ্ছাসেবক অংশ নিয়েছিল আর দ্বিতীয় ধাপের ২২৪ জন স্বেচ্ছাসেবী অংশ নিয়েছিল ফলাফলের কার্যকর সোমবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় তারা এরই মাধ্যমে করণা ভ্যাকসিন তৈরি করা শুরু করে দিয়েছে তাদের প্রথম প্রয়োগ করা হবে চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের শরীরের