Search
Close this search box.

ফুটবল উন্মাদনায় ভাসছে দৌলতপুর

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: বাংলাদেশ বিশ্বকাপ ফুটবলে কবে খেলবে এই কথা কেউই বলতে পারে না তবে বাংলাদেশের ফুটবল উন্মাদনা যে বিশ্বে ছড়িয়ে পড়েছে তা সবাই জেনেছে এবং এই বিষয়ে সবার স্পষ্টত ধারণা হয়েছে। কি নেই এই উন্মাদনায়?

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ১১জন কিশোর ফুটবল দলের আদলে তাদের ছবিসহ ব্যানার ফেস্টুন টাঙ্গিয়ে নজর কেড়েছে প্রতিপক্ষ দল সমর্থনকারীদেরও

নিজেদের পছন্দের দলের জার্সি কিনে তা বিনামূল্যে বিলি করা, প্রতিযোগিতা দিয়ে বড় সাইজের পতাকা বানানো, নিজেদের ছবি দিয়ে ব্যানার ফেস্টুন বানানো, কোথাও আবার জমি বিক্রি করে পতাকা বানানো, সেই পতাকা নিয়ে নির্বাচনী আমেজের মতো মিছিল করা, নিজের পছন্দের দলের পতাকার আদলে মাথার চুল-দাঁড়ি কাটা, বাড়ি রং করা, সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন যোগাযোগ মাধ্যমে ট্রল বানানো, প্রতিপক্ষ দলের পতাকার রঙ বা ডিজাইনের আদলে স্যান্ডেল, বদনা, টেবিল, খাট রঙ করা, প্রতিপক্ষ দুইদলের হয়ে ঝগড়া বিবাদে লিপ্ত হওয়া, মারামারি করা, অবশেষে প্রাণ বিসর্জন। যদিও খেলা বা দল নিয়ে উন্মাদনা, প্রতিযোগিতা সহনশীল পর্যায়ে রাখাটা সবার উচিত বলে মনে করেন অনেকেই।

এদিকে ফুটবল উন্মাদনায় শরিক হয়ে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ১১জন কিশোর ফুটবল দলের আদলে তাদের ছবিসহ ব্যানার ফেস্টুন টাঙ্গিয়ে নজর কেড়েছে প্রতিপক্ষ দল সমর্থনকারীদেরও। বিভিন্ন এলাকা থেকে দেখতে আসছে উপজেলা বাজারে মুল ফটোকের সামনে আর্জেন্টিনা ভক্তদের টাঙ্গানো এই ফেস্টুনটি।