চুয়াডাঙ্গা থেকে ৬টি অত্যাধুনিক ভারতীয় এয়ারগান জব্দ করা হয়েছে

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

জহুরুল আলম চুয়াডাঙ্গা:- চুয়াডাঙ্গার দর্শনার ফুলবাড়ি সীমান্ত থেকে ৬টি অত্যাধুনিক ভারতীয় এয়ারগান জব্দ করেছে চুয়াডাঙ্গা-৬ বিজিবি। মঙ্গলবার (৩১ জানুয়ারি) সন্ধ্যা পৌনে ৭টার দিকে ফুলবাড়ী সীমান্ত পিলার ৮৬ থেকে ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বুড়িপোতা মাঠ থেকে এসব এয়ারগান জব্দ করা হয়।

চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক শাহ মো. ইশতিয়াক পিএসসি রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, মঙ্গলবার সন্ধ্যায় বিশেষ সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী বিওপি টহল দল জানতে পারে চুয়াডাঙ্গার দর্শনা থানার ফুলবাড়ী সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধ অস্ত্রের চালান বাংলাদশের অভ্যন্তরে প্রবেশ করবে। এমন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী সীমান্ত টহল কমান্ডার নায়েক সুবেদার ফারুক হোসেন সঙ্গীয় টহলদল নিয়ে সীমান্ত পিলারে ৮৬ হতে ৫০০ গজ বাংলাদশেরে অভ্যন্তরে বুড়িপোতা মাঠে অবস্থান নেয়। 

এ সময় সন্ধ্যা পৌনে ৭টার দিকে দু’জন ব্যক্তি মাথায় কার্টুন নিয়ে সীমান্ত পিলারের ৮৬ এর নিকট দিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করতে দেখলে বিজিবির সশস্ত্র টহল দল চোরাকারবারীদেরকে ধাওয়া করে। তখন চোরাকারবারীরা কার্টুন ফেলে দৌড়ে ভুট্টা ক্ষেতের মধ্যে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা কার্টুন উদ্ধার করে। ২টি কার্টুনের মধ্যে থেকে ৬টি অত্যাধুনিক ভারতীয় এয়ার গান জব্দ করা হয়।

তিনি আরও জানান, এ বিষয়ে দর্শনা থানায় অবৈধ অস্ত্র আইনে মামলা করে জব্দকৃত এয়ারগানগুলো জমা দেওয়া হয়েছে।