Search
Close this search box.

স্কুলছাত্রীর মুখে ব্লেডের পোচ দিয়ে কারাগারে যুবক

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

যশোর জেলা প্রতিনিধি:– যশোরের অভয়নগরে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় এক স্কুলছাত্রীর মুখে ধারালো ব্লেডের পোচ দিয়ে রুহান নামের এক বখাটে যুবক। বুধবার বিকালে নওয়াপাড়ার গরুহাটা এলাকায় এ ঘটনা ঘটে। ওই রাতেই বখাটে রুহানকে অভয়নগর থানা পুলিশ আটক করেছে।

ভুক্তভোগী উপজেলার একটি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। তার মুখ মণ্ডলের ডান কানের পাশে ব্লেড দিয়ে ক্ষত করা হয়েছে।

অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আহত স্কুলছাত্রী জানায়, সে স্কুল ছুটির পর গরুহাটা এলাকায় পৌঁছালে রুহান নামের এক যুবক তাকে দাঁড়াতে বলে প্রেমের প্রস্তাব দেয়। প্রস্তাবে সে রাজি না হওয়ায় তার চুল টান দিয়ে তার মুখে ব্লেডের পোচ মেরে দৌড়ে পালিয়ে যায়। পরে এলাকাবাসী আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে আসেন।

অভয়নগর থানার ওসি একেএম শামীম হাসান জানান, এ ঘটনায় মামলার পর নওয়াপাড়া শহরের ড্রাইভারপাড়া এলাকা থেকে হায়দার আলী শেখের ছেলে শেখ রুহানকে (২০) আটক করা হয়। বৃহস্পতিবার দুপুরে তাকে যশোর জেলহাজতে পাঠানো হয়েছে।