Search
Close this search box.

কক্সবাজারে ভেসে আসা ট্রলার থেকে অর্ধগলিত ১০ মরদেহ উদ্ধার

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

ওসামম কক্সবাজার// কক্সবাজারে ভেসে আসা মাছ ধরার ট্রলার থেকে অর্ধগলিত ১০ মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (২৩ এপ্রিল) দুপুরে কক্সবাজারের নাজিরারটেক এলাকায় এসব মরদেহ ভেসে আসে।

স্থানীয়রা খবর দিলে পুলিশ, ফায়ার সার্ভিস এবং কোস্টগার্ড সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি। ফলে তারা রোহিঙ্গা নাকি বাংলাদেশি তা নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশের ধারণা, নিহতরা গভীর সাগরে জলদস্যুদের কবলে পড়েছিল অথবা নিজেরা দস্যুতা করতে গিয়ে জেলেদের হাতে ধরা পড়েছিল। আবার বিদেশে পাঠানোর কথা বলে আদম পাচারকারীদের খপ্পড়ে পড়তে পারে বলেও ধারণা অনেকের। মরদেহগুলো গলিত। কয়েকদিন আগে তাদেরকে সাগরে ফেলে দেয়া হয়েছে বলে সন্দেহ পুলিশের।