Search
Close this search box.

নারায়ণগঞ্জে মসজিদে এসি বিস্ফোরণে আহত অর্ধশতাধিক, ৪৮ জন বার্ন ইউনিটে ভর্তি হয়েছে

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

রনি নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি:- নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পশ্চিম তল্লা বাইতুস সালাম জামে মসজিদের সামনে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও এসি বিস্ফোরণে অর্ধশতধিক মুসল্লী দগ্ধ হয়েছেন। এ ঘটনায় দগ্ধদের বেশীরভাগেরই অবস্থা আশংকজনক।

দগ্ধদের মধ্যে অন্তত ৪৮ জনকে শেখ হাসিনা জাতীয় বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। নারায়ণগঞ্জ ১০০ শয্যা হাসপাতালের জরুরী বিভাগের ডাক্তার নাজমুল হোসেন জানান, হাসপাতালে ২০ থেকে ২৫ জন এসেছিল। তাদের কয়েকজনের শরীরে ৯৯ভাগ দগ্ধ হয়েছে। বাকি রোগী যারা এসেছিল তাদের ৮০ থেকে ৮৫ ভাগ দগ্ধ হয়েছে। তাদের দ্রুত প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানো হয়েছে।

রাত পৌনে নয় টায় ফতুল্লার পশ্চিম তল্লা বাইতুস সালাম জামে মসজিদের সামনের ট্রান্সফরমার বিস্ফোরণ ঘটে। এরপর মসজিদের এসিও বিস্ফোরণ ঘটে।  মুহূর্তেই মসজিদের ভেতরে আগুন ছড়িয়ে পড়ে।  ওই সময়ে মসজিদে থাকা মুসল্লীদের মধ্রে অন্তত ৫৫ জন দগ্ধ হয়। পরে আশেপাশের লোকজন দিয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

দগ্ধ হয়ে যারা শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা নিচ্ছেন তারা হলেন, দেলোয়ার হোসেন (মোয়াজ্জেম), আব্দুল মালেক (ইমাম),  মোহাম্মদ আজিজ, নিজাম, নাদিম, হুমায়ুন কবীর, ইশ্রাফিল, জুলহাস, ইমাম হোসেন, আব্দুস সাত্তার, আমজাদ,কাঞ্চন হাওলাদার, জুনায়েদ, ফরিদ, শেখ ফরিদ, সমির, মোস্তফা কামাল, রিফাত, মাঈন উদ্দিন, রাসেল, রাশেদ, নয়ন, আব্দুল বাশার মোল্লা, বাহার উদ্দিন, শামীম হাসান, জুবায়ের, জয়নাল, মোহাম্মদ আলী, সাব্বির, মামুন, মিনার, কুদ্দুস ব্যাপারী, নজরুল ইসলাম, শিফাত, জামাল, ইমরান ও  সাহেদ, মোস্তাফিজুর,সজিব,আশিক।