Search
Close this search box.

মোবাইলে কথা বলার সময় ট্রেনে কাটা পড়লেন যুবক

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

নাটোর:- নাটোরে বুধবার রেললাইনের উপর দিয়ে হাঁটতে হাঁটতে মোবাইল ফোনে কথা বলার সময় ট্রেনে কাটা পড়ে মাহাবুব হোসেন নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে নাটোর সদর উপজেলার কালিকাপুর আমহাটি এলাকায় নীলসাগর এক্সপ্রেস ট্রেনে এ দুর্ঘটনা ঘটে।

নাটোর রেলওয়ে স্টেশনের (ভারপ্রাপ্ত) স্টেশনমাস্টার অশোক চক্রবর্তী জানান, মাহাবুব রেল লাইনের উপর দিয়ে হাঁটতে হাঁটতে মোবাইল ফোনে কথা বলছিল। এ সময় ঢাকা থেকে রংপুরগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তার দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই মারা যান। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বিষয়টি তিনি স্টেশনমাস্টার ও সান্তাহার জিআরপি থানা পুলিশকে জানিয়েছেন।

সান্তাহার জিআরপি থানার ওসি মুক্তার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, এ বিষয়ে একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।