Search
Close this search box.

ঝিনাইদহে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

ঝিনাইদহ :- ঝিনাইদহের মহেশপুরে ট্রাক ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন। মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকালে মহেশপুর খালিশপুর সড়কের ভালাইপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সিএনজিযোগে কয়েকজন যাত্রী মহেশপুর থেকে খালিশপুরের দিকে যাচ্ছিলেন। পথে ভালাইপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বালু বোঝাই ট্রাকের সাথে সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়।

নিহতরা হলেন কাশেম মিয়া ও আলমগীর হোসেন। তাদের বাড়ি মহেশপুর উপজেলার ঘুগড়ী ও পান্তাপাড়া গ্রামে বলে জানা গেছে।

আহত ৪ জনকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিলে একজনকে উন্নত চিকিৎসার জন্য যশোর রেফার্ড করা হয়।