Search
Close this search box.

সৌদি আরবে কাল থেকে রোজা শুরু

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

নিজস্ব প্রতিবেদক:– পবিত্র রোজা অপেক্ষার অবসান ঘটিয়ে বছর ঘুরে আবারও এসেছে পবিত্র মাহে রমজান। বরকতের এই মাসকে স্বাগত জানাতে বিশ্বের সব মুসল্লি নিজেদের প্রস্তুতি সম্পন্ন করেছেন।

কবে থেকে রোজা শুরু হচ্ছে, তা জানতে উন্মুখ রয়েছেন পুরো বিশ্বের মুসলিম উম্মাহ।এরই মধ্যে জানা গেল, রোববার সৌদি আরবে রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে দেশটি আগামীকাল সোমবার (১১ মার্চ) থেকে সিয়াম সাধনা শুরু হচ্ছে।

হারামাইনের সামাজিক যোগাযোগ মাধ্যম ও দেশটির সংবাদমাধ্যম আরব নিউজে এ তথ্য জানানো হয়েছে।সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, রোববার (১০ মার্চ) স্থানীয় সময় বিকেল সাড়ে ৫টায় আনুষ্ঠানিকভাবে চাঁদ দেখার আয়োজন শুরু হয়। এ সময় চাঁদ দেখার জন্য খালি চোখের পাশাপাশি অত্যাধুনিক টেলিস্কোপও ব্যবহার করা হয়। সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে চাঁদ দেখার খবর পাওয়া যায়।

সৌদি আরবের সুদাইর নামক অঞ্চলে সবচেয়ে বড় প্রস্তুতি নেয়া হয়। সেখানে সৌদির প্রধান জ্যোতির্বিদ আব্দুল্লাহ খুদাইরি উপস্থিত ছিলেন।