Search
Close this search box.

ঢাকার চকবাজারে জমজমাট ছিল ইফতার কেনাকাটা

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

২য় রোজায় জমজমাট ছিল রাজধানীর ইফতার বাজার। বিশেষ করে পুরান ঢাকার ঐতিহ্যবাহী চকবাজারে ইফতার কেনাকাটায় সরব ছিলেন ক্রেতারা। মানুষের উপচে পড়া ভিড় ঠেলেও স্বজনদের জন্য ইফতার নিয়ে যান অনেকে। কাবাব, শরবত, বিভিন্ন ধরনের মাংসের আইটেম বিক্রি হয়েছে বেশি।

বুধবার (১৩ মার্চ) দুপুর থেকেই বাহারী পদের পসরা সাজিয়ে বসেন দোকানীরা। শাহী ও রেশমী জিলাপি, বড়ো বাপের পোলায় খায় অথবা টিক্কা, রেশমী অথবা বটি কাবাব সব কিছুরই দেখা মিলে চকবাজারে। সেই সাথে ছিল খাসির লেগ রোস্ট, আস্ত হাস, মুরগী অথবা কোয়েলের রোস্ট। কাটলেট, কিমা পরোটা আর নানা ধরনের শরবতেরও দেখা মিলে। যদিও এসবের দাম নিয়ে ভিন্ন ভিন্ন মত দিয়েছেন ক্রেতা ও দোকানদাররা।

এদিকে, কিছুটা বিপরীত চিত্র দেখা গেছে রাজধানীর বেইলি রোড এলাকায়। সম্প্রতি ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় আগের মতো জমজমাট হয়নি সেখানকার ইফতারের বাজার। কেবল কয়েকটি দোকান ইফতারের আয়োজন শুরু করেছে।

হোটেল-রেস্তোরাঁয় সরকারি সংস্থাগুলোর অভিযান কার্যক্রম কিছুটা শিথিল হলে বেইলি রোডের ইফতার বাজার আবারও ক্রেতাদের পদচারণায় মুখর হবে বলে আশা করছেন বিক্রেতারা।