Search
Close this search box.

ইংলিশ লিগ কাপে লিভারপুল-আর্সেনাল বিগ ম্যাচ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

কামরুজ্জামান সজীব:- ইংলিশ লিগ কাপে আজ বিগ ম্যাচ। কোয়ার্টার ফাইনালে ওঠার লক্ষ্য নিয়ে এনফিল্ডে মুখোমুখি হবে লিভারপুল-আর্সেনাল। ম্যাচ শুরু রাত পৌনে ১টায়।


প্রায় এক মাসের ব্যবধানে এ নিয়ে তৃতীয়বার লড়বে দুই দল। কমিউনিটি শিল্ডের ফাইনালে লিভারপুলের বিপক্ষে জয়ে, চ্যাম্পিয়ন হিসেবে মৌসুম শুরু করে আর্সেনাল। কিন্তু ইপিএলের ম্যাচে অলরেডদের কাছে হারে মিকেল আর্তেতার গানার বাহিনী। তবে লিভারপুল মূল দলের পাঁচজনকে ইনজুরির কারণে এবার পাচ্ছেন না ক্লপ।

অন্যদিকে, লিভারপুলের মাঠে সাতজন মূল স্কোয়াডের খেলোয়াড় মিস করতে পারেন মিকেল আর্তেতা। অবশ্য ২০১২ সালের পর এনফিল্ডে স্বাগতিক লিভারপুলকে হারানোর রেকর্ড নেই আর্সেনালের। তবে আগের ১৭ আসরের মধ্যে ১৪ বারই অন্তত কোয়ার্টার ফাইনাল পর্যন্ত খেলেছে তারা।