Search
Close this search box.

বড় ছেলেকে বাঁচাতে গিয়ে মা ও ছোট ছেলের পানিতে ডুবে মৃত্যু

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

নূর মোহাম্মদ রংপুর জেলা প্রতিনিধি:- রংপুরের জুম্মাপাড়ায় বড় ছেলেকে বাঁচাতে গিয়ে মা ও ছোট ছেলের পানিতে ডুবে মৃত্যুর ঘটনা ঘটেছে।


বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে নগরীর জুম্মাপাড়ার আল হেরা গলিতে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। রেকর্ড পরিমাণ বৃষ্টিতে নগরীর মিস্ত্রিপাড়া থেকে জুম্মাপাড়া যাওয়ার প্রায় চার কিলোমিটারের রাস্তাটি এখনো হাঁটু পানিতে নিমজ্জিত।

এর মাঝে প্রায় দুই কিলোমিটার সড়কের দুই পাশে বিস্তৃর্ণ নিচু এলাকাও প্লাবিত হয়েছে। দুপুরে মা রোকেয়া বেগম ছোট ছেলে রিপনকে সঙ্গে নিয়ে হাঁটু পানি মাড়িয়ে বড় ছেলে রোহান মিয়াকে তার মাদ্রাসায় পৌঁছে দিতে যাচ্ছিলেন। এসময় বড় ছেলে পা পিছলে গভীর পানিতে পড়ে যায়। এসময় ছোট ছেলেকে রেখে তাকে বাঁচাতে মা পানিতে ঝাঁপ দিয়ে তাকে উদ্ধার করে।

পরক্ষণেই ছোট ছেলে অপর পাশে পানিতে পড়ে যায়। কিন্তু তারা দুজনে আর পানি থেকে উঠে আসতে পারেননি।

পরে ফায়ার সার্ভিসের লোকজন গিয়ে মরদেহ উদ্ধার করে। বড় ছেলেকে চিকিৎসার জন্য রংপুর মেডিক্যালে ভর্তি করা হয়েছে।