নিজস্ব প্রতিবেদক// কুষ্টিয়ায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ২-১ গোলে মিরপুর উপজেলাকে হারিয়ে দৌলতপুর উপজেলা চ্যাম্পিয়ন হয়েছে।

শুক্রবার (৭ জুন) বিকেলে কুষ্টিয়া মোহিনী মিলস্ মাঠে কুষ্টিয়া জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় মিরপুর উপজেলাকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন ট্রফি জিতে নেয় দৌলতপুর।
এদিকে খেলা শেষে কুষ্টিয়া জেলা প্রশাসক মো. এহতেশাম রেজা চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন। চ্যাম্পিয়ন ট্রফি হাতে পেয়ে আনন্দ জোয়ারে ভাসেন দৌলতপুরের সমর্থক ও ফুটবল ভক্তরা।
এ সময় দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. ওবায়দুল্লাহ‘র নেতৃত্বে উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তা ও দৌলতপুরের খেলা প্রিয় দর্শকরা মাঠে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন। পরে চ্যাম্পিয়ন ট্রফি হাতে নিয়ে তারাও আনন্দ উল্লাসে মেতে উঠেন।
গেল ‘মে মাসের ২৪ তারিখে ৬টি উপজেলা দল নিয়ে টুর্ণামেন্টের’ এ খেলা শুরু হয়। দুটি গ্রুপে বিভক্ত হয়ে প্রথমে লিগ ভিত্তিক পরে সেমিফাইনাল ও ফাইনাল খেলা হয়।
গেল সোমবার কুমারখালী উপজেলাকে ২-০ গোলে হারিয়ে দৌলতপুর উপজেলা ফাইনালে উন্নীত হয়। ফাইনাল খেলায় প্রথমার্ধ ১-১ গোলে সমতা ছিল। দ্বিতীয়ার্ধে ১ গোল করে বিজয়ী হয় দৌলতপুর উপজেলা।
এই সময় দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো ওবায়দুল্লাহ বলেন, এ জয় পুরো দৌলতপুরবাসির, এতবড় টুর্নামেন্ট এর আগে কখনো হয়নি। চুড়ান্ত বিজয় লাভ করায় আমরা অনেক আনন্দিত।