Search
Close this search box.

লন্ডনে কারাবন্দীর সঙ্গে নারী পুলিশ কর্মকর্তার যৌন সম্পর্কের ভিডিও নিয়ে তোলপাড়

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

অনলাইন ডেস্ক:- লন্ডনে এক কারাবন্দীর সঙ্গে যৌনতার অভিযোগে অভিযুক্ত হয়েছেন এক নারী পুলিশ কর্মকর্তা। যৌন সম্পর্কের ওই ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়লে নারী পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আদালতে অভিযোগ দায়ের করে কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২ জুলাই) এক প্রতিবেদনে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এ তথ্য জানায়।প্রতিবেদনে বলা হয়, ভিডিওটি নিয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে এ বিষয়টি নিয়ে বেশ তোলপাড় সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে যুক্তরাজ্যের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের এইচএমপি ওয়ান্ডসওয়ার্থ নামের একটি জেলে। অভিযুক্ত ওই পুলিশ কর্মকর্তার নাম লিন্ডা দে সুসা (৩০)।

তদন্তের পর ওই কর্মকর্তাকে সোমবার উক্সব্রিজ ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হওয়ার নির্দেশ দেয়া হয়েছে। কারাগারের মধ্যে শুট করা ওই ভিডিওটি অনলাইনে ভাইরাল হওয়ার পর শুক্রবার মেট্রোপলিটন পুলিশ তদন্ত শুরু করে। ফুটেজে কথিত ওই কর্মকাণ্ডে জড়িত হওয়ার আগে অভিযুক্ত পুলিশ কর্মকর্তাকে পূর্ণ ইউনিফর্মে দেখা যায়।স্কটল্যান্ড ইয়ার্ডের একজন মুখপাত্র চলমান তদন্তের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ‘কারাগারে কোনো ধরণের অনৈতিক কর্মকাণ্ড সহ্য করা হয় না।