Search
Close this search box.

ঝিনাইদহে ১৮১ ভরি সোনার অলংকারসহ আটক ১

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

ঝিনাইদহ প্রতিনিধি:- ঝিনাইদহে ১৮১ ভরি সোনার অলংকারসহ একজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৩০ জুলাই) সকালে শহরের স্বর্ণকার পট্টি এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, শহরের স্বর্ণকার পট্টির গিনি হাউজের কর্মচারী মিঠুন একটি কুরিয়ার সার্ভিস থেকে একটি কার্টুন নিয়ে দোকানে ফিরছিল। পথে কেসি কলেজ গলিতে পৌঁছালে ছয়জন ছিনতাইকারী ওই কার্টুন ছিনতাইয়ের চেষ্টা করে। এ সময় ঝিনাইদহ সদর থানার এসআই মো. জিয়া সেখানে পৌঁছে মিঠুনকে উদ্ধার করে।

পুলিশ দেখে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা। পরে থানা থেকে অতিরিক্ত পুলিশ এসে ওই কার্টুন খুলে ১৮১ ভরি সোনার অলংকার পায়। এসময় সঠিক কাগজপত্র দেখাতে না পারায় ওই সোনার অলংকার জব্দ করে পুলিশ। পরে গিনি হাউজের মালিক অনিমেষ মজুমদারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।ঝিনাইদহ সদর থানার এসআই মো. জিয়া বলেন, ‘আমি এসে দেখি মিঠুনকে মারধর করে কার্টুনটি ছিনতাইয়ের চেষ্টা করা হচ্ছে। আমি এসে তাদের আটক করার চেষ্টা করি। স্থানীয়রা কেউ এগিয়ে না আসায় ছিনতাইকারীরা পালিয়ে যায়। পরে আমি আমার উর্দ্ধতন কর্মকর্তাদের বিষয়টি অবহিত করি।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর রহমান বলেন, ‘এখানে দুটি ঘটনা ঘটেছে। একটি ছিনতাইয়ের আর অন্যটি সোনা পাচার। আমরা ছিনতাইকারীদের আটকের চেষ্টা করছি। আর যেহেতু কুরিয়ার সার্ভিসে করে সোনা আনা হচ্ছিল, তাই আমরা সোনার অলংকারগুলো জব্দ করেছি। এর মালিক অনিমেষ মজুমদারকে জিজ্ঞাসাবাদ করা হবে।