Search
Close this search box.

দফতর বণ্টন হলো নতুন দুই উপদেষ্টার

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

অনলাইন ডেস্ক:- শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের দুই উপদেষ্টার দপ্তর বণ্টন করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

সুপ্রদীপ চাকমাকে পার্বত্য চট্টগ্রাম ও বিধান রঞ্জনকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে।এর আগে, রোববার (১১ আগস্ট) দুপুরে বঙ্গভবনের দরবার হলে তাদের শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। পরে তাদের গোপনীয়তার শপথও পাঠ করানো হয়।

শেষে শপথবাক্যের ফাইলে রাষ্ট্রপতি ও দুই উপদেষ্টা সাক্ষর করেন।উল্লেখ্য, গত বৃহস্পতিবার (৮ আগস্ট) রাতে ড. ইউনূস ও ১৩ উপদেষ্টার শপথ নেওয়ার পর তাদের বিভিন্ন মন্ত্রণালয়/দফতর ভাগ করে দেয়া হয়।

এরমধ্যে ২৭টি মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রাষ্ট্রপতির আদেশে শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে উপদেষ্টাদের দফতর বণ্টনের বিষয়টি জানানো হয়।