দৌলতপুর( কুষ্টিয়া) প্রতিনিধি:- কুষ্টিয়ার দৌলতপুরে সরকারি কর্মকর্তা,বীর মুক্তিযোদ্ধা,শিক্ষা প্রতিষ্ঠান প্রধান,সুশীল সমাজ ও সাংবাদিকদের সাথে কুষ্টিয়া জেলা প্রশাসক মো.তৌফিকুর রহমান মতবিনিময় সভা করেছেন।
সোমবার সকাল ১০টায় দৌলতপুর উপজেলা পরিষদ কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আব্দুল হাই সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথি থেকে দৌলতপুরের সার্বিক উন্নয়নে দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা প্রশাসক মো: তৌফিকুর রহমান, এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: ফয়সাল আহাম্মেদ কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (গোপনীয়)আদিত্য পাল, দৌলতপুর থানার অফিসার ইনচার্জ মো: নাজমুল হুদা, উপজেলা স্বাস্থ্যও পঃ পঃ কর্মকর্তা ডা: তৌহিদুল হাসান তুহিন, উপজেলা প্রকৌশলী, মো: তহিদুল হক জোয়াদ্দার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, মো: শাফিউল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা, মো: রিয়াজ উদ্দিন,সাংবাদিক,মো: সাইফুল ইসলাম( শাহীন) আহমেদ রাজু, আব্দুল আলীম সাচ্চু, খন্দকার জালাল উদ্দীন, আজমল হোসেন, শিক্ষাক সমিতির সভাপতি, মো: ইয়াকুব আলী।
আয়োজিত মতবিনিময় সভায় সরকারি কর্মকর্তা বৃন্দ, মুক্তিযোদ্ধা বৃন্দ, শিক্ষক ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। পরে জেলা প্রশাসক মো: তৌফিকুর রহমান দৌলতপুর পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে তারুণ্যের উৎসব ২০২৫ এর উদ্বোধন করেন, দৌলতপুর থানা, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, এসিলেন্ট এর কার্যালয় পরিদর্শন করেন।