Search
Close this search box.

সাতক্ষীরায় কৃষকের জমি চাষে বাধা দিলো বিএসএফ, সীমান্তে পতাকা বৈঠক

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

সাতক্ষীরা প্রতিনিধি:- সাতক্ষীরার ভোমরা সীমান্তে বাংলাদেশের দুই কৃষকের জমি চাষে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বাধা দেয়ার ঘটনা ঘটেছে।

রোববার (১২ জানুয়ারি) দুপুরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ও বিএসএফের ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে আগামী ১৫ জানুয়ারি উভয় দেশের সার্ভে বিভাগ কর্তৃক যৌথ পরিমাপের পর বিষয়টির চূড়ান্ত নিষ্পত্তি হবে বলে জানানো হয়েছে।

পতাকা বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন ৩৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক। অন্যদিকে বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন ১০২ ব্যাটালিয়ন বিএসএফের কমান্ডার রমেশ কুমার।সাতক্ষীরা সীমান্তের নাজমুল হোসেন বলেন, ভোমরা সংলগ্ন লক্ষীদাড়ি সীমান্তের কুমড়াখালী খালের বাংলাদেশ অংশে ১০ শতক জমি আমি পানি উন্নয়ন বোর্ডের কাছ থেকে লিজ নিয়েছি। সেই জমিতে শনিবার সকালে বোরো ধান রোপণ করতে গেলে বিএসএফ বাধা দেন।

ওই জমি ভারতীয় অংশের বলে আস্ফালন করেন তারা। একপর্যায়ে ধানের চারা রোপণ বন্ধ রাখা হয়।সীমান্তের বাসিন্দা শাহীন গাজী বলেন, আমার বাবা নজরুল গাজী বাড়ির দক্ষিণ পাশে প্রায় এক বিঘা জমি ডিসিআর নিয়ে ৫০ বছরেরও বেশি সময় ধরে চাষাবাদ করে আসছেন। শনিবার বিকেলে দুইজন শ্রমিক নিয়ে ওই জমিতে চাষ করতে গেলে ভারতের ঘোজাডাঙ্গা বিএসএফ সদস্যরা বাধা দেন। ওই জমি ভারতের বলে দাবি করেন তারা।এদিকে পতাকা বৈঠকের পরে, ভোমরা বিজিবিরর সুবেদার আফজাল হোসেন বলেন, আপত্তিকৃত অংশ ব্যতীত অন্য জায়গায় চাষাবাদ অব্যাহত থাকবে। আর আপত্তিকৃত জায়গায় আগামী ১৫ জানুয়ারি উভয় দেশের সার্ভে বিভাগ কর্তৃক যৌথ পরিমাপের পর বিষয়টির চূড়ান্ত নিষ্পত্তি হবে বলে একমত পোষণ করা হয়েছে।