অনলাইন ডেস্ক:- ক্রীড়া ফেডারেশনগুলোতে দুই মেয়াদের বেশি কেউ একই পদে থাকতে পারবেন না বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আজ জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তনে বিভিন্ন ফেডারেশনের কর্মকর্তা, খেলোয়াড়, কোচ, রেফারিদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি বলেছেন, ‘ফেডারেশনগুলোতে অনেক ৩০-৪০ বছর ধরে আছেন।
দায়িত্ব পেয়ে সেটিকে আর দায়িত্ব মনে না করে ক্ষমতা হিসেবে ব্যবহার করে আরও বেশিদিন কিভাবে সেই পদে থাকা যায় তার চেষ্টা চলে। আমরা তাই একটা প্রস্তাব আনতে যাচ্ছি যে, কোন ফেডারেশনেই কেউ দুই মেয়াদের বেশি একই পদে থাকতে পারবেন না।
ফেডারেশনগুলোতে দুর্নীতি রোধে প্রতি বছর আয়-ব্যায়ের অডিট রিপোর্টও চেয়েছেন তিনি। এদিন আবারও বলেছেন ক্রীড়াঙ্গনকে বিরাজনীতিকীকরণের কথা, ‘আমরা চাইনা একটা রাজনৈতিক পরিবর্তনের মধ্য দিয়ে গিয়ে আরেকটি রাজনৈতিক অবস্থার মধ্যে গিয়ে পড়তে। কারও রাজনৈতিক পরিচয় থাকতে পারে তবে সেটার প্রভাব যেন ক্রীড়াক্ষেত্রে না আসতে পারে সেটা নিশ্চিত করতে চাই।’এদিন ক্রীড়া উপদেষ্টার সঙ্গে ফেডারেশন সংস্কারে গঠিত সার্চ কমিটির আহবায়ক জোবায়দুর রহমান রানাও ছিলেন।