Search
Close this search box.

দৌলতপুরে সহকারী আদালতের সিনিয়র সহকারী জজ না থাকায় জন দুর্ভোগ। 

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

দৌলতপুর  (কুষ্টিয়া) প্রতিনিধিঃ- কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা  চৌকি আদালতের সিনিয়র সহকারী জজ  প্রায় দু মাস ধরে না থাকায়  বৃহৎ  এ দৌলতপুর উপজেলার জনসাধারণকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। 

দৌলতপুরের  সু দক্ষ সিনিয়র সহকারী জজ মোঃ শাহিন রেজা  প্রায় দু মাস আগে ঢাকার সি এম এম আদালতে বদলী হলেএ পর্যন্ত কোন সিনিয়র সহকারী জজ না দেয়ায় দুর্ভোগ সৃষ্টি হচ্ছে বলে জানা গেছে। অবিলম্বে এই বৃহৎ দৌলতপুর উপজেলায় চৌকি আদালতে সিনিয়ার জজ  নিয়োগ করার দাবী এলাকা বাসীর ।