Search
Close this search box.

রোকেয়া বিশ্ববিদ্যালয়ে রাজনীতি নিষিদ্ধ ঘোষণা

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

রংপুর জেলা প্রতিনিধি:- রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ( বেরোবি ) শিক্ষক, ছাত্র, কর্মকর্তা-কর্মচারীদের লেজুরবৃত্তিক রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

সোমবার ( ২৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ১০৮ নং সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শওকত আলী বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী এবং ছাত্রদের নৈতিক ও অ্যাকাডেমিক তত্ত্বাবধায়ন ও নিয়ন্ত্রণ করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চাঁদাবাজি, টেন্ডারবাজি, হলের সিট বাণিজ্য হল দখলদারিত্ব ও লেজুড়বৃত্তিক রাজনীতি বন্ধ থাকবে।

এ ব্যাপারে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছে। তিনি আরও বলেন, গেজেটের ৪ এর গ ধারানুযায়ী কোনো শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা রাজনৈতিক সংগঠনের সদস্য হতে পারবে না বলে উল্লেখ আছে।

এতো দিন কেন এমনটা হলো তা আমরা খুঁজে বের করা হবে। এখনও যদি কেউ থাকে সেটাও তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।