Search
Close this search box.

অর্থনৈতিক শুমারি শুরু ১০ ডিসেম্বর, যুক্ত হচ্ছে ই-কমার্স ও বিদেশি কর্মীর তথ্য

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

অনলাইন ডেস্ক:- ডিসেম্বর থেকে শুরু হচ্ছে অর্থনৈতিক শুমারি। চলবে ১৫ দিন। আসছে বেশ কিছু নতুনত্ব। প্রথমবারের মতো গণনায় যুক্ত হবে প্রতিষ্ঠান ও বাসা-বাড়ি থেকে পরিচালিত অনলাইন ব্যবসা।

এর সুবাদে ডিজিটাল অর্থনীতির সঠিক আকার জানা সম্ভব হবে। হিসাবে আনা হবে বিদেশি জনবলও।বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) কর্তৃক আয়োজিত ‘অর্থনৈতিক শুমারি ২০২৪’ এর মূল শুমারির চূড়ান্ত প্রস্তুতি অবহিতকরণ কর্মশালায় এসব তথ্য জানানো হয়।কর্মশালায় জানানো হয়, ১০ বছর পর আবারও অর্থনৈতিক শুমারি পরিচালনা করা হবে। এজন্য জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে কর্মকর্তাদের প্রশিক্ষণ দেয়া হয়েছে।

নিয়োগ পেয়েছেন ২৬শ’ জোনাল কর্মকর্তা। ১০ থেকে ২৬ ডিসেম্বর গণনা কার্যক্রম চলবে। নির্ধারিত এলাকায় পৌঁছে দেয়া হবে কম্পিউটার, ট্যাবসহ বিভিন্ন কারিগরি সামগ্রী।এ সময় আইটি কর্মকর্তাদের কেন্দ্রীয় অফিসে না রেখে নির্ধারিত এলাকায় রাখার তাগিদ দেন পরিসংখ্যান কর্মকর্তারা। পাশাপাশি ডিজিটাল বিলবোর্ড প্রচারণা বন্ধের পরামর্শ দেন তারা।