Search
Close this search box.

বিনিয়োগ সম্মেলনে ৩১০০ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব এসেছে: বিডা চেয়ারম্যান

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

নিজস্ব প্রতিবেদক:– বিনিয়োগ সম্মেলনে ৩১০০ কোটি টাকা বিদেশি বিনিয়োগের প্রস্তাব এসেছে বলে জানিয়েছেন, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান আশিক চৌধুরি।

তিনি বলেন, এই সম্মেলনের মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশ সম্পর্কে বিদেশি বিনিয়োগকারীদের ধারণায় পরিবর্তন আনা।

রোববার (১৩ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে সামিটের সফলতার প্রশ্নে তিনি এমন কথা বলেন।

বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে কোন বিষয়গুলো বিনিয়োগকারীদের কাছে চ্যালেঞ্জের- এমন প্রশ্নের জবাবে আশিক চৌধুরি বলেন, যারা এবার প্রথম বাংলাদেশে এসেছেন, তারা জানিয়েছেন, বাংলাদেশে না এসে এদেশের প্রকৃত চিত্র সম্পর্কে বোঝা কঠিন। কারণ হিসেবে তিনি বলেন, বিশ্বব্যাপী বাংলাদেশকে ঘনবসতীপূর্ণ দক্ষিণ এশীয় দেশ হিসেবে চিহ্নিত করা হয়।

 

সম্মমেলন আয়োজনের সরকারের মোট খরচ প্রসঙ্গে তিনি বলেন, এতে সরকারের খরচ হয়েছে এক কোটি টাকা। বাকি খরচ অন্যান্য অংশীদাররা বহন করেছে।

সম্মেলনে আসা বিনিয়োগের অঙ্ক দিয়ে এর সফলতা না মাপতেও আহ্বান জানান বিডার চেয়ারম্যান আশিক চৌধুরি। তিনি জানান, বিশ্বের অন্যান্য উন্নত দেশে যেমন ব্যবসায়িক সম্মেলন হয়, ঠিক সেই আদলে আয়োজনের চেষ্টা করা হয়ছে। এতে বাংলাদেশ সম্পর্কে বিনিয়োগকারীদের ধারণায় পরিবর্তন আসবে।