Search
Close this search box.

চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি:- অতি তীব্র তাপপ্রবাহে চুয়াডাঙ্গায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। শনিবার বিকাল ৩টায় জেলায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪২ ডিগ্রি সেলসিয়াস, যা চলতি মৌসুমের সর্বোচ্চ।

বাতাসের আদ্রতা মাত্র ২৩ শতাংশ।চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের পর্যবেক্ষক আলতাব হোসেন বলেন, ‘কয়েক দিন ধরে জেলার ওপর দিয়ে মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। বর্তমানে তা অতি তীব্র তাপপ্রবাহে রূপ নিয়েছে। বৃষ্টি না হওয়া পর্যন্ত তাপমাত্রা কমার সম্ভাবনা নেই।’

তিনি জানান, সূর্যের তীব্রতা এত বেশি যে গরম আরও বেশি অনুভূত হচ্ছে।

তীব্র তাপদাহের কারণে সকাল থেকেই শহরের রাস্তাঘাট ফাঁকা হয়ে পড়ে। সূর্যের তাপে মানুষ ঘর থেকে বের হতে পারছে না। অনেকের শরীরেও তাপের কারণে জ্বালা-পোড়া অনুভূত হচ্ছে।

চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. হাদী জিয়া উদ্দিন আহমেদ বলেন, ‘তাপদাহে প্রয়োজনে বাইরে বের হলে ছাতা ব্যবহার করতে হবে। প্রতি এক ঘণ্টা পর পর বিশুদ্ধ পানি পান করতে হবে। গরমে হিটস্ট্রোকের ঝুঁকি রয়েছে। অসুস্থ হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।গত দুদিন ধরেই দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হচ্ছে চুয়াডাঙ্গায়। ক্রমাগত বাড়ছে তাপমাত্রার পারদ।