Search
Close this search box.

নাগরিকের ধর্মীয় স্বাধীনতা রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধান উপদেষ্টা

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

নিজস্ব প্রতিবেদক:- অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, দেশের প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ অন্তবর্তী সরকার।

দেশে ধর্মীয় সম্প্রীতি গড়ে তুলতে আমরা কঠোর পরিশ্রম করছি।

সোমবার (২৬ মে) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা বিষয়ক মার্কিন কমিশনের (ইউএসসিআইআরএফ) চেয়ারম্যান স্টিফেন শ্নেক প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন।

তাদের মধ্যে আলোচনায় বাংলাদেশের ধর্মীয় স্বাধীনতার অবস্থা, জুলাই গণঅভ্যুত্থান, অন্তর্বর্তী সরকারের সংস্কার কর্মসূচি, প্রস্তাবিত সংবিধান সংশোধন ও চলমান রোহিঙ্গা সংকটের বিষয়গুলো ওঠে আসে।

সংখ্যালঘুদের ওপর সহিংসতার অভিযোগ প্রসঙ্গে ড. মুহাম্মদ ইউনূস বলেন, পুরো পরিস্থিতি স্বচ্ছ রাখতে চায় সরকার। সাংবাদিকরা যেকোনো সময় বাংলাদেশে এসে সরেজমিনে তদন্ত করতে পারেন।