অনলাইন ডেস্ক:- রাশিয়া এবং বেলারুশের সীমান্তবর্তী ইউরোপের ছয় দেশের পাঁচটিই সম্ভাব্য আক্রমণ ঠেকাতে সীমান্তে স্থল মাইন মোতায়েনের পরিকল্পনা করেছে৷ যদিও মাইন স্থাপনের এমন পরিকল্পনাটি বিতর্কিত বিষয়।
২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধ শুরুর পর থেকে, পশ্চিমা রাষ্ট্রগুলোর সামরিক জোট ন্যাটোর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে ওঠে পূর্ব সীমান্তে প্রতিরক্ষা।
গত তিন বছরে রাশিয়া বা রাশিয়ার মিত্র বেলারুশের সঙ্গে সীমান্ত থাকা ন্যাটোভুক্ত ছয়টি দেশের মধ্যে পাঁচটি – ফিনল্যান্ড, এস্তোনিয়া, লাটভিয়া, লিথুয়ানিয়া এবং পোল্যান্ড – সীমান্তে সুরক্ষায় উল্লেখযোগ্য বিনিয়োগ করেছে৷ এসব সুরক্ষাব্যবস্থার মধ্যে রয়েছে বেড়া নির্মাণ এবং নজরদারিব্যবস্থা স্থাপন।
রাজনীতিইউরোপ রুশ হুমকি মোকাবিলায় পূর্ব ইউরোপ সীমান্তে ফিরছে স্থল মাইন
রাশিয়া এবং বেলারুশের সীমান্তবর্তী ইউরোপের ছয় দেশের পাঁচটিই সম্ভাব্য আক্রমণ ঠেকাতে সীমান্তে স্থল মাইন মোতায়েনের পরিকল্পনা করেছে৷ যদিও মাইন স্থাপনের এমন পরিকল্পনাটি বিতর্কিত বিষয়।
খারকিভ অঞ্চলে ল্যান্ডমাইনের বিপদ জানিয়ে টানানো নোটিশ
২০২২ সালের ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর পর থেকে ইউক্রেন এবং রাশিয়া দুই দেশই স্থল মাইন ব্যবহার
২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধ শুরুর পর থেকে, পশ্চিমা রাষ্ট্রগুলোর সামরিক জোট ন্যাটোর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে ওঠে পূর্ব সীমান্তে প্রতিরক্ষা।
গত তিন বছরে রাশিয়া বা রাশিয়ার মিত্র বেলারুশের সঙ্গে সীমান্ত থাকা ন্যাটোভুক্ত ছয়টি দেশের মধ্যে পাঁচটি – ফিনল্যান্ড, এস্তোনিয়া, লাটভিয়া, লিথুয়ানিয়া এবং পোল্যান্ড – সীমান্তে সুরক্ষায় উল্লেখযোগ্য বিনিয়োগ করেছে৷ এসব সুরক্ষাব্যবস্থার মধ্যে রয়েছে বেড়া নির্মাণ এবং নজরদারিব্যবস্থা স্থাপন।
এখন দেশগুলো একটি নতুন পরিকল্পনা নিয়ে কাজ করছে- ল্যান্ড মাইন মোতায়েন।
পূর্ব সীমান্তে নিরাপত্তা বাড়াচ্ছে ন্যাটো এই পাঁচটি ন্যাটোভুক্ত দেশ সম্প্রতি অটোয়া কনভেনশন থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছে৷ ১৯৯৭ সালের এই চুক্তিতে বিশ্বব্যাপী মানববিরোধী মাইন নিষিদ্ধ করা হয়েছে৷ কেবল ব্যবহারই নয়, এই কনভেনশনের আওতায় এর উৎপাদন এবং স্থানান্তরও নিষিদ্ধ।
রাশিয়া বা বেলারুশের সঙ্গে সীমান্ত থাকা একমাত্র দেশ নরওয়ে, যেটি এখনও এই চুক্তি থেকে নাম প্রত্যাহার করেনি৷ রাশিয়ার সঙ্গে নরওয়ের প্রায় ২০০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে।
এই ধরনের মাইনের ব্যবহার নিয়ে অনেক বিতর্ক রয়েছে৷ কারণ সেনা এবং বেসামরিক নাগরিক, উভয়ের জন্যই এই মাইন বিপজ্জনক হতে পারে৷ সংঘাতের অবসানের পরেও মাইন দীর্ঘমেয়াদী হুমকি হিসাবে থেকে যায়৷ ২০২৩ সালে বিশ্বব্যাপী প্রায় ছয় হাজার মানুষ স্থল মাইনের কারণে নিহত বা আহত হয়েছিলেন৷ নিহতদের প্রায় ৮০ শতাংশই বেসামরিক নাগরিক ছিলেন, যার মধ্যে অনেক শিশুও ছিল
এই বিস্ফোরক সরঞ্জাম একবার স্থাপন করা হয়ে গেলে সরিয়ে ফেলাও বিপজ্জনক, ব্যয়বহুল এবং অত্যন্ত সময়সাপেক্ষ।
বেসরকারি সংস্থা হ্যান্ডিক্যাপ ইন্টারন্যাশনালের তথ্য অনুযায়ী, বিশ্বের ৫৮টি দেশ এবং অন্যান্য নানা অঞ্চল এখনও স্থল মাইন দ্বারা দূষিত৷ কিছু সংঘাত কয়েক দশক আগে শেষ হয়ে গেলেও ব্যবহৃত মাইন এখনও কর্মক্ষম রয়ে গেছে।
অটোয়া কনভেনশন থেকে নিজেদের নাম প্রত্যাহার করায় ২০২৫ সালের শেষ থেকে এই পাঁচটি ন্যাটো দেশ আবারও মানব-বিরোধী মাইন উৎপাদন এবং মজুদ শুরু করতে পারবে, জরুরি পরিস্থিতিতে এই মাইনগুলো দ্রুত মোতায়েনও করতে পারবে৷
বিশ্বের ১৬৪টি দেশ অটোয়া কনভেনশনে স্বাক্ষর করলেও ৩৩টি দেশ স্বাক্ষর করেনি৷ স্বাক্ষর না করা দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়াও রয়েছে৷ বিশ্বের সবচেয়ে বড় মানব-বিরোধী মাইনের মজুদ রয়েছে মস্কোর কাছে৷ ধারণা করা হয় দেশটির অস্ত্রাগারে দুই কোটি ৬০ লাখ স্থল মাইন রয়েছে৷ এর অনেকগুলোই এরই মধ্যে ইউক্রেনে ব্যবহার করা হচ্ছে।
এখন দেশগুলো একটি নতুন পরিকল্পনা নিয়ে কাজ করছে- ল্যান্ড মাইন মোতায়েন করা হয়।





