Search
Close this search box.

ভারত থেকে অবৈধভাবে প্রবেশের দায়ে আটক ২

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

বাপ্পি বিশ্বাস মাঠিলা মহেশপুর, ঝিনাইদহ:- ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে প্রবেশের দায়ে নারীসহ দুজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (২৯ জুন) সকাল সাড়ে ১১টার সময় উপজেলার মাটিলা সীমান্ত থেকে তাদের আটক করা হয়।

আটক হামজা হাসান (৩৫) যশোর জেলার ঝিকরগাছা উপজেলার বাগআচড়া সরকারপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে।

৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, মাটিলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার-৫২/১৮-আর থেকে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাটিলা গ্রামের বেলেঘাট পোস্টের পূর্ব পাশ পর্যন্ত নিয়মিত টহল পরিচালনা করা হয়।

এ সময় অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে আসার সময়ে দুজন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়।

তিনি আরও জানান, তাদের উভয়ের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।