Search
Close this search box.

আবু সাঈদ হত্যা: সাবেক বেরোবি ভিসিসহ ২৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

রংপুর প্রতিনিধি:- রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল।

একইসাথে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক ভিসি হাসিবুর রশীদ বাচ্চু, প্রক্টর শরীফুল ইসলাম সহ রংপুর ২৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

সোমবার (৩০ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এর বিচারক এই আদেশ দেন।

এর আগে, সকালে জুলাই অভ্যুত্থানে প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। সেখানে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টরসহ ৩০ জনকে আসামি করা হয়। তাদের মধ্যে পুলিশ ছাড়াও বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ছাত্রলীগ নেতৃবৃন্দের নাম রয়েছে।

আসামিদের মধ্যে, ইতোমধ্যে কারাগারে আছেন ৪ জন। তারা হলেন পুলিশ কর্মকর্তা আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র, বেরোবির সাবেক প্রক্টর শরিফুল ইসলাম ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান চৌধুরী। এই ৪ জন বাদে বাকি ২৬ জনের নামে গ্রেফতারি পরোয়ানা জারি করলো ট্রাইব্যুনাল।

আবু সাঈদ হত্যার বিচার চেয়ে তার পরিবার গত ১৩ জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দেয়। সেই মামলার তদন্ত শেষ করেছে তদন্ত সংস্থা, প্রতিবেদন হাতে পায় প্রসিকিউশন। তদন্তে হত্যাকাণ্ডে ৩০ জনের সম্পৃক্ততা পাওয়া যায়।