Search
Close this search box.

দৌলতপুরের পদ্মা নদী থেকে পোনে ২ কোটি টাকার অবৈধ জাল উদ্ধার জরিমানা আদায়।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

দৌলতপুর(কুষ্টিয়া)প্রতিনিধিঃ- কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পদ্মা নদীতে মঙ্গলবার দিনব্যাপী অভিযান চালিয়ে প্রায় পৌনে দুই কোটি টাকার ১২ হাজার কেজি চায়না দুয়ারী ও মেহুন্দি অবৈধ কারেন্ট জাল আটক করে ভ্রাম্যমান আদালত।

এ সময় তিন জেলেকে আটক করে ১৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। দৌলতপুর উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের উদ্যোগ এ অভিযানে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল হাই সিদ্দিকী

অভিযানে নেতৃত্ব দেন। এ সময় উপস্থিত তছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ হোসেন আহমেদ (স্বপন), বিজিবির এডি

মোঃ জাকিরুল ইসলাম। পদ্মা নদীর উদয় নগর সহ বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। উদ্ধারকৃত অবৈধ এসব কারেন্ট জাল

উদয়নগর বিজিবি ক্যাম্পের সন্নিকটে জ্বালিয়ে দেয়া হয়। ব্যাপারে ৪ টি মামলা দায়ের করা হয়েছে। এ সব অভিযান অব্যাহত থাকবে বলে জানা গেছে।