Search
Close this search box.

কুষ্টিয়ার মিরপুরে জমির উদ্দিন হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন 

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

বিশেষ প্রতিনিধি কুষ্টিয়া :– কুষ্টিয়া মিরপুরে জমির উদ্দিন হত্যাকারীদের ফাঁসির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ জুলাই) বিকেল সাড়ে ৪টায় মিটন বাজার গিয়াস মোড়ে এলাকাবাসীর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে হত্যার সঙ্গে জড়িত ছাত্রদল নেতা অনিকের ফাঁসির দাবী জানান হয়। গত ৩০ জুন কুষ্টিয়ার মিরপুরে মিটন গ্ৰামে পূর্ব শত্রুতার জেরে হাতুড়ি দিয়ে পিটিয়ে জমির উদ্দিন কে হত্যা করে ছাত্রদল নেতা অনিক।

মানববন্ধনে বক্তব্য রাখেন, নিহত জমির উদ্দিনের ভাতিজা রবিউল, ছেলে জিহাদ, হীরা, জোসনা, রুবিনা সহ আরো অনেকেই।

মানববন্ধনে জমির উদ্দিন এর ছেলে জিহাদ কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘বিনা কারণে পৈশাচিক নির্যাতন ও পরিকল্পিতভাবে আমার বাবাকে হত্যা করেছে অনিক। আমি আমার বাবার হত্যাকারীর ফাঁসি চাই।

উল্লেখ্য, গত (৩০ জুন) দুপুরে উপজেলার আমলা ইউনিয়নের মিটন এলাকায় এ হামলার ঘটনা ঘটে। সেই দিন সন্ধ্যায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত জমির উদ্দিন মিটন গ্রামের আব্দুর রহমানের ছেলে। তিনি জাসদের কর্মী ছিলেন বলে জানা যায়।

হামলাকারী ছাত্রদল নেতা অনিক। তিনি আমলা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি।মানববন্ধন শেষে এলাকাবাসী খুনিকে ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল করে।