Search
Close this search box.

পুকুরে গোসল করতে গিয়ে নিখোঁজের ১০ ঘন্টা পর লাশ উদ্ধার

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

নিজস্ব প্রতিবেদক:- কুষ্টিয়ার দৌলতপুরে উপজেলার ময়রামপুর গ্রামে পুকুরে গোসল করতে গিয়ে নিখোজ হওয়ার ১০ ঘন্টা পর সৈকত আহমেদ (১৬) নামে এক কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে।

শনিবার সন্ধ্যায় সে নিখোঁজ হলে স্থানীয় ফায়ার সার্ভিস ও ডুবুরি দল প্রায় ১০ ঘন্টা চেষ্টার পর রোববার ভোরে তাঁর লাশ উদ্ধার করা হয়। নিহত সৈকত একই গ্রামের জিয়া ইসলামের ছেলে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, শনিবার বিকেলে পুকুরের পাশেই একটি খেলার মাঠে ফুটবল খেলা শেষে ১৪-১৫ জন বন্ধু মিলে পুকুরে গোসল করতে যায়। বন্ধুরা সবাই মিলে পানিতে লাফালাফির এক পর্যায়ে সাতার কাটে পুকুরের এক পাড় থেকে অন্য পাড়ে পার হওয়ার সময় সৈকত ডুবে যায়।

বন্ধুরা ছুটে গিয়ে তাকে উদ্ধার করার চেষ্টা করেও পাওয়া যায়নি। এ খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের সাথে ভেড়ামারা ফায়ার সার্ভিস দল শনিবার রাত ১০টা পর্যন্ত চেষ্টা করেও তার সন্ধান পায়নি। পরে খুলনা থেকে ডুবুরি টিম এসে ভোর ৪টায় ওই পুকুর থেকে সৈকতের লাশ উদ্ধার করে।

ফুটবল খেলার পর পুকুরে লাফালাফির কারণে সে ক্লান্ত হয়ে পানিতে ডুবে যেতে পারে বলে ডুবুরিরা প্রাথমিক ভাবে ধারনা করছেন। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোলায়মান শেখ বলেন, প্রায় ১০ ঘন্টা চেষ্টার পর লাশ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে দৌলতপুর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।