Search
Close this search box.

দৌলতপুরে ৫ লাখ টাকা চাঁদার দাবিতে দোকানের সংস্কার কাজ বন্ধ করে দেওয়ার অভিযোগ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ-  কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউপির সাবেক চেয়ারম্যান সর্দার হাসিমুদ্দীন হাসুর হোসেনাবাদ বাজারের অবস্থিত পূরণ দোকান ঘর ভেঙে সংস্কার করতে গেলে এলাকার এক দল সন্ত্রাসীরা মোটা অংকের টাকা চাঁদার দাবিতে কাজ বন্ধ করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

এই ঘটনাই চেয়ারম্যানের ছেলে নিজে বাদী দৌলতপুর থানা ও আর্মি ক্যাম্পে লিখিত অভিযোগ দায়ের করেছেন। বাদীর অভিযোগ সুত্রে জানাযায়, উপজেলার মথুরা পুর ইউপির সাবেক চেয়ারম্যান সর্দার হাসিমুদ্দীন হাসুর হোসেনাবাদ বাজারে অবস্থিত হরিসংকারা পুর মৌজার আরএস ৪৪৪৫ খতিয়ানের আরএস ১৬৮৯/১৬৯০ দাগে.০১৫০ শতক জমি ক্রয় করে দোকান ঘর করে দীর্ঘদিন যাবত ব্যবসা করে আসছেন।

দোকান ঘরটি অনেক পুরানো হওয়ায় ওয়ালের ইটও চালের টিন নষ্ট ছিদ্র হয়ে ব্যবসা করার অনুপযোগী হয়ে পড়েছে। তারা দোকান ঘরটি নতুন করে ইটের ওয়াল ভেঙে টিনের চালা খুলে ফেলে নতুন করার জন্য কাজ শুরু করলে গত ১৬/৮/২০২৫ ইং তারিখে দুপুর ২ টাই এলাকার কিছু কুখ্যাত সন্ত্রাসী আসাদুজ্জামান (৫০) এর নেতৃত্বে সুমন (৩২) রফিকুল (৪৫) শফিকুল (৫৬) সহ ৮/১০ জনের একটি সন্ত্রাসী দল দেশি ও ধারাল অস্ত্র সস্ত্র নিয়ে এসে কাজের মিস্ত্রিদের তাড়িয়ে দেয় এবং বলে তোদের মালিক কে ডাক।

এ সংবাদ শুনে চেয়ারম্যানের ছেলে আগ্রণী ব্যাংক ব্যাংকের প্রিন্সিপাল অফিসার আব্দুল মালেক তাদের লোকজন নিয়ে আসলে সন্ত্রাসী দল তার কাছে ৫ লাখ টাকার চাঁদার দাবি করে।

টাকা দিয়ে কাজ করার কথা বলে তারা চলে যায়। পরে আব্দুল মালেক উপায় আন্তর না পেয়ে নিজে বাদী হয়ে থানায় ও আর্মি ক্যাম্পে লিখিত অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে  জানতে চাইলে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ সোলাইমান শেখ  বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনার পর থেকে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।