Search
Close this search box.

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

রেজাউল আমিন খান যুক্তরাষ্ট্র:- জাতিসংঘের ৮০তম সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেন অন্তর্বর্তী সরকার প্রধান প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্কে সংস্থটির সদর দফতরে বাংলাদেশ সময় সন্ধ্যায় অধিবেশনে যোগ দেন তিনি।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, প্রধান উপদেষ্টা জাতিসংঘের সদর দফতরে সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেন। এ সময় তার সঙ্গে ছিলেন, জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এবং আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

উদ্বোধনী অধিবেশনে যোগ দেয়ার আগে, প্রধান উপদেষ্টা ড. ইউনূস উরুগুয়ের পররাষ্ট্রমন্ত্রী মারিও লুবেটকিন এবং চিলির সাবেক রাষ্ট্রপতি মিশেল ব্যাচেলেটের সাথে সাক্ষাৎ করেন।

এদিকে, আজ উদ্বোধনী অধিবেশন শেষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়া নৈশভোজেও অংশ নেবেন প্রধান উপদেষ্টা।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে গত সোমবার বাংলাদেশ সময় দিবাগত রাত দেড়টার দিকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এই সফরে সাধারণ অধিবেশন ছাড়াও বেশ কয়েকটি কর্মসূচিতে যোগ দেবেন ড. মুহাম্মদ ইউনূস।

আগামী ২৬ সেপ্টেম্বর নিউইয়র্ক সময় দুপুর দেড়টায় জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলায় বক্তৃতা দেবেন অন্তর্বর্তী সরকার প্রধান ড. ইউনূস। এরপর ২ অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে।