Search
Close this search box.

নিউইয়র্কে পুলিশি বাধা, ট্রাম্পকে ফোন করলেন ম্যাকরন

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

আন্তর্জাতিক ডেস্ক:- নিউইয়র্কের রাস্তায় গাড়িবহর নিয়ে পুলিশি বাধার মুখে পড়লেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন। পুলিশি বাধা থেকে মুক্ত হতে সরাসরি ফোন করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে।

গার্ডিয়ানসহ আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম জানায়, ওই মুহূর্তে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের গাড়িবহর যাচ্ছিল। তার নিরাপত্তা নিশ্চিত করতেই আটকে দেয়া হয় অন্যান্য সড়ক। এ সময় অন্যান্যদের মতো আটকা পড়েন ফরাসী প্রেসিডেন্ট ম্যাকরনও। নিরাপত্তা বাহিনীর সদস্যদের মন গলাতে মিত্র ট্রাম্পকে ফোন করেন ম্যাকরন। এরপর অবশ্য খুলে দেয়া হয় রাস্তা। তবে গাড়ি নিয়ে নয়, বাকি পথ হেঁটেই এগোতে হয়েছে ম্যাকরনকে।

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন উপলক্ষ্যে বহু দেশের রাষ্ট্রপ্রধানরা অবস্থান করছেন নিউইয়র্কে। তাই নিরাপত্তা নিশ্চিতে কড়াকড়ি চলছে শহরজুড়ে।