শেরপুর জেলা প্রতিনিধি:- শেরপুর ও হালুয়াঘাট সীমান্তে রাতভর অভিযানে একটি পিকআপ ভ্যানসহ প্রায় ৪০ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় পণ্য আটক করেছে বিজিবি।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।
বিজিবি সূত্রে জানা যায়, শেরপুরের সীমান্তঘেষা ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলাধীন সীমান্তবর্তী এলাকার নামছাপাড়া ও ডুমনিকুড়া এবং ঝিনাইগাতী উপজেলার ফাকরাবাদ দিয়ে চোরাকারবারিরা মদসহ বিভিন্ন ভারতীয় আমদানি নিষিদ্ধ মালামাল পাচারের চেষ্টাকালে পিকআপ ভ্যানসহ বিপুল পরিমাণ ভারতীয় পণ্য আটক করা হয়। এসব পণ্যের মধ্যে রয়েছে, ভারতীয় মদ ৩৮৮ বোতল, ওরিও বিস্কুট ২১৬০ প্যাকেট, ফুচকা ৮০ প্যাকেট, নেভিয়া সফট ক্রিম ২৮৩০ পিস, কম্বল ৮ পিস, জিলেট ব্লেড ১,২০,০০০ পিস।
সেইসাথে, চোরাচালানে ব্যবহৃত ১টি পিকআপও আটক করা হয়। এ সময়, বিজিবির উপস্থিতি টের পেয়ে মালামাল ও গাড়ি রেখে চোরাচালানকারিরা পালিয়ে যায়।





