Search
Close this search box.

আদালতের আদেশে নিবন্ধন পেলো ‘বাংলাদেশ লেবার পার্টি’

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

মানিক মিয়া ঢাকা:- হাইকোর্টের আদেশে ‘বাংলাদেশ লেবার পার্টিকে’ রাজনৈতিক দল হিসাবে নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দলটিকে নিবন্ধন সনদ দেয়া হয়।সনদে বলা হয়, দ্যা রিপ্রেজেন্টেশন অব দ্যা পিপল অর্ডার, ১৯৭২ এর পরিচ্ছেদ VIA এর বিধান অনুযায়ী গত ২৯ মে হাইকোর্ট বিভাগের রায় ও আদেশের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ লেবার পার্টিকে রাজনৈতিক দল হিসাবে নিবন্ধন করা।

 

এর আগে, ২০২৩ সালের সেপ্টেম্বরে দল হিসেবে নিবন্ধনের নির্দেশনা দেয়ে হাইকোর্টে রিট দায়ের করেন দলটির সভাপতি মোস্তাফিজুর রহমান ইরান। সেই রিটের শুনানি নিয়ে গত বছরের ৫ নভেম্বর রুল জারি করেন আদালত। রুলে লেবার পার্টিকে কেন নিবন্ধন দেওয়া হবে না তা জানতে চাওয়া হয়।

এরপর রুলের ওপর শুনানি শেষে চলতি বছরের ২৯ মে রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ লেবার পার্টিকে ১ মাসের মধ্যে নিবন্ধন দেয়ার নির্দেশ দেয় হাইকোর্ট। অবশেষে রায়ের প্রায় চার মাস পর লেবার পার্টিকে নিবন্ধন দিল আদালত।