Search
Close this search box.

চট্টগ্রামে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ঝটিকা মিছিল

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

চট্টগ্রাম প্রতিনিধি:- চট্টগ্রাম নগরীতে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একদল নেতাকর্মী। বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে নগরীর খুলশী থানার সিডিএ অ্যাভিনিউ সড়ক থেকে মিছিলটি বের হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে নগরীর এমএম আলী রোডের মুখে জড়ো হয়ে আওয়ামী লীগ ও ছাত্রলীগের কিছু নেতাকর্মী বিক্ষোভ মিছিল বের করে। পরে মিছিলটি পুলিশ কমিশনারের কার্যালয়ে পেরিয়ে দামপাড়া বাসস্ট্যান্ডে পৌঁছালে একটি পুলিশের গাড়ি দেখে ছত্রভঙ্গ হয়ে যায়।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহীন জানান, জড়িত ব্যক্তিদের গ্রেফতারে অভিযান চলছে।